জাগো বাংলাদেশ স্লোগানে মাইজদী শহরে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে গণ সমাবেশ
1 min read
নাসির উদ্দিন মাহমুদ, এডিটর ডেইলী নোয়াখালী সময় ডট কম: নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে জাগো বাংলাদেশ স্লোগান নিয়ে ২৫ নভেম্বর সকালে নোয়াখালীর মুজিব চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালী নারী অধিকার জোট, নাগরিক অধিকার সহায়ক জোটসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠন এর আয়োজনে পক্ষকাল ব্যাপী নারী নির্যাতন বিরোধী সাইকেলর্যালি, ইউনিয়ন ভিত্তিক নারী নিপীড়ন বিরোধী প্রতিরোধ চক্র, উন্মুক্ত আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী সমাবেশে অংশগ্রহণ করেন নোয়াখালীর বিভিন্ন উন্নয়ন সংগঠন, পেশাজীবি সংগঠন, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক প্রতিনিধিগণ। পক্ষকাল ব্যাপি নারী-নির্যাতন ও প্রতিরোধ বিরোধী পক্ষের উদ্বোধন করেন নোয়াখালীর জেলাপ্রশাসক খোরশেদ আলম খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন নারী-নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশ এর নোয়াখালী কমিটির যুগ্ম আহবায়ক আবদুল আউয়াল, যুগ্ম আহবায়ক মোল্লা হাবিবুর রাসুল মামুনএডভোকেট, নারী অধিকার জোটের আহবায়ক লায়লা পারভীনসহ বিভিন্ন নারী অধিকার ও মানবাধিকার নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা দেশের প্রত্যেকটি গ্রামে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা নারী পুরুষ সমতা নিশ্চিতে স্থানীয় সরকার পরিষদ সদস্যদের সজাগ দৃষ্টি রাখা, দ্রুততম সময়ে বিচারকার্য নিশ্চিত করা, যুবকদের এগিয়ে আসার আহবান জানান।