বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৬২ বছর উদযাপন
1 min read
নাছির উদ্দিন বাদল: ২৫শে ডিসম্বর বুধবার সকাল ১০টায় নায়াখালী বেগমগঞ্জ সরকারি পাইলট উচ বিদ্যালয়র ঐতিহ্য ও গরবর ১৬২ বছর উদযাপন উপলক্ষে বিদ্যালয় মাঠ অ্যালাম্নাই অ্যাসাসিয়শনর এর উদ্যাগ মিলন মলা’১৯ এর আয়াজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন এর সভাপতি মাঃ হারুনুর রশিদ। উদ্বাধন করেন, নায়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোর্শেদ আলম। এতে প্রধান অতিথি ছিলন, নায়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ। এতে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদ চয়ারম্যান ডাঃ এবিএম জাফর উল্যাহ, বগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হাসন ফয়সল, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চয়ারম্যান নুর হাসন মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল মাঃ শাহজাহান শেখ (পিপিএম), বেগমগঞ্জে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চধুরী প্রমুখ। সভায় পরিচালনা করেন, অ্যালাম্নাই অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ফিরোজ উদ্দিন। এর পূর্বে জাতীয় পতাকা উত্তালন ও বেগমগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ (এমপি)। বিকেলে ২০১৮ ইং সন এসএসসিতে এ+ প্রাপ্তদের মাঝে যথাযথভাবে পুরস্কার বিতরণ করেন বেগমগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা ও চৌমুহনী পৌর সভার মেয়র আক্তার হোসেন। ফয়সল সবশেষে বিভিন্ন শিল্পীদের গান পরিবেশনায় এক মনাজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান হয়।